বিজেপির মুখ্যমন্ত্রীই গড়বে সোনার বাংলা, দাবি অমিত শাহর


২০২১ সালে বিজেপির সরকার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদির সব গরিবকল্যাণ প্রকল্প চালু করবে। সোনার বাংলা গড়বে। বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার এক মিনিটের মধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার ভার্চুয়াল সভায় বিধানসভা ভোটের দামামা বাজালেন। ডাক দিলেন পরিবর্তনের। বিজেপির সরকার এলে দুর্নীতি হবে না, সর্বাত্মক উন্নয়ন হবে বলেও তিনি দাবি করেছেন। তিনি বলেন, রাজ্য কৃষকদের তালিকা পাঠালে সঙ্গে সঙ্গে কেন্দ্র তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বঞ্চিত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে ভয় পেয়েছেন। বিজেপি রাজনীতি করছে না, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। তিনি এটাও দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসা বন্ধ হবে।

এদিনও তিনি ফের এদিন বলেন, বিজেপি লোকসভায় ৩০৩ আসন পেলেও বাংলার ১৮টি আসন গুরুত্বপূর্ণ। তাঁর অভিযোগ, কারণ দেশে এক বাংলাতেই সবথেকে বেশি রাজনৈতিক হিংসা। বিজেপি শুধু বিরোধী আন্দোলনের জন্য এখানে আসেনি, সোনার বাংলা গড়তেই বাংলায় এসেছে। তাঁর দাবি, যেখানেই বিজেপি ক্ষমতায় এসেছে, মানুষকে হিসেব দিয়েছে। মোদি সরকারের ৬ বছরে দেশের অনেক পরিবর্তন ঘটেছে। ৬০ কোটি মানুষের জীবনে পরিবর্তন এসেছে। জনধন প্রকল্পে ৩১ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। করোনার সময়েও ৫১ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। ২০২২ সালের আগে দেশের প্রত্যেক নাগরিক পাকা বাড়ি পাবেন। বাংলার ১৫ লক্ষ মানুষও আবাস যোজনার সুবিধা পেয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post