টাকার জোরে সরকার ফেলার চেষ্টায় বিজেপি, অভিযোগ রাজস্থান কংগ্রেসের


গুজরাতের পর রাজস্থান। টাকার জোরে দলের বিধায়কদের কিনে বিজেপি কংগ্রেসের সরকার ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তাঁর অভিযোগ, এজন্য বিধায়কদের ২৫ থেকে ৩০ কোটি টাকার টোপ দেওয়া হচ্ছে। ১৯ জুন রাজ্যসভার ভোটের আগে কংগ্রেস তাদের সব বিধায়ককে দিল্লি-জয়পুর হাইওয়ের ধারে শিববিলাস রিসর্টে সরিয়ে নিয়েছে। রাজস্থানে রাজ্যসভার তিনটি আসনে ভোট হবে। গত মার্চে তাদের ২২ বিধায়র দলত্যাগ করায় পড়ে গিয়েছিল মধ্যপ্রদেশের কমলনাথের সরকার। গতবছরের জুলাইয়ে একইভাবে সরে যেতে হয়েছিল কর্নাটকের এইচ ডি কুমারস্বামীর সরকারকে। এই মুহূর্তে বিজেপির হাত থেকে বাঁচাতে রাজস্থানে রয়েছেন গুজরাতের ১৯ জন বিধায়ক। রাজস্থান বিধানসভার মুখ্য সচেতক মহেশ যোশি রাজ্যের দুর্নীতিদমন ব্যুরোর কাছে চিঠি লিখে বলেছেন, মধ্যপ্রদেশ, গুজরাত, কর্নাটকের মতো কংগ্রেস ও নির্দল বিধায়কদের রাজস্থানেও নির্বাচিত সরকার ফেলার জন্য প্রলোভন দেখানো হচ্ছে। কংগ্রেসর হাতে রয়েছে ১০৭ বিধায়ক, সমর্থন রয়েছে ১২ নির্দলের। বিজেপির রয়েছে ৭২। সমর্থন রয়েছে আরও ৬ জনের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post