উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ, ফের একদিনে আক্রান্ত ১০ হাজার ছুঁইছুঁই


আবারও রেকর্ড গড়ল ভারতে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৯,৯৯৬ জন। মৃত ৩৫৭। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২,৮৬,৫৭৯। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮,১০২। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সক্রিয় সংক্রমিত ১,৩৭,৪৪৮। সুস্থ হয়েছেন ১,৪১,০২৯। আইসিএমআর জানাচ্ছে, এপর্যন্ত ৫২,১৩,১৪০টি নমুনা পরীক্ষা হয়েছে। দিল্লিতে মৃতের সংখ্যা বাড়তে থাকায় পাঞ্জাবি বাগ শ্মশানকে শুধুমাত্র করোনায় মৃতদের দাহের জন্যই রাখা হয়েছে। ইন্দোরে ৪১ জন আক্রান্ত, মৃত ২। ইন্দোর শহরে মোট আক্রান্ত এখন ৩,৯২২। মৃত ১৬৩। দিল্লি রাজধানী অঞ্চলেক গুরগাঁওয়ে নতুন সংক্রমণ ২১৭টি। ফরিদাবাদে ৪১, সোনিপথে ২৮ জন সংক্রমিত হয়েছেন। পাঞ্জাবে নতুন আক্রান্ত ৮১, মোট ২,৮০৫ জন। মহারাষ্ট্রের বিদর্ভে মৃত্যু হয়েছে আরও ২ জনের। নাগপুরে একদিনে আক্রান্ত ৮৬ জন। মোট ৮৬৩। অন্ধিকে, তামিলনাড়ুতে করোনায় কম করেও ২০০টি মৃত্যু সরাকির হিসেবে দেখানো হয়নি বলে অভিযোগ উঠেছে। সরকারের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত ৩২৬ জনের মৃত্যু হয়েছে জানিয়েছিল তামিলনাড়ু।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post