তালিকার প্রথম তিনে নেই প্রেসিডেন্সি, সেন্ট স্টিফেন্স। শুধু বিজনেস স্কুলের তালিকায় আইআইএম কলকাতা তিন নম্বরে। আইআইটি মাদ্রাজ, ব্যাঙ্গালোর আইআইএসসি এবং আইআইটি দিল্লি দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় প্রথম তিনে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের ন্যাশনাল ইন্সস্টিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বৃহস্পতিবার এই তালিকা প্রখাশ করেছে। বার্ষিক এই র্যাঙ্কিংয়ে প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় হল আইআইএসসি ব্যাঙ্গালোর, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। বি-স্কুলের তালিকায় প্রথমে আইআইএম আমেদাবাদ, তারপরে আইআইএম ব্যাঙ্গালোর ও আইআইএম কলকাতা। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, কলেজগুলির মধ্যে প্রথম হয়েছে দিল্লির মিরান্দা কলেজ। তারপরে লেডি শ্রীরাম কলেজ ও সেন্ট স্টিফেন্স কলেজ। ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে প্রথম তিনে আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি ও আইআইটি বোম্বাই। ফার্মেসি ক্যাটাগরিতে সেরা দিল্লির জামিয়া হামদর্দ, তারপরে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে মোহালির ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিকাল রিসার্চ। বার্ষিক র্যাঙ্কিংয়ে মেডিকেল কলেজ ক্যাটাগরিতে সেরা দিল্লির এইমস, দ্বিতীয় চণ্ডীগড়ের পিজিআই এংব তৃতীয় ভেলোরের সিএমসি।
তালিকার প্রথম তিনে নেই প্রেসিডেন্সি, সেন্ট স্টিফেন্স। শুধু বিজনেস স্কুলের তালিকায় আইআইএম কলকাতা তিন নম্বরে। আইআইটি মাদ্রাজ, ব্যাঙ্গালোর আইআইএসসি এবং আইআইটি দিল্লি দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় প্রথম তিনে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের ন্যাশনাল ইন্সস্টিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বৃহস্পতিবার এই তালিকা প্রখাশ করেছে। বার্ষিক এই র্যাঙ্কিংয়ে প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় হল আইআইএসসি ব্যাঙ্গালোর, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। বি-স্কুলের তালিকায় প্রথমে আইআইএম আমেদাবাদ, তারপরে আইআইএম ব্যাঙ্গালোর ও আইআইএম কলকাতা। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, কলেজগুলির মধ্যে প্রথম হয়েছে দিল্লির মিরান্দা কলেজ। তারপরে লেডি শ্রীরাম কলেজ ও সেন্ট স্টিফেন্স কলেজ। ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে প্রথম তিনে আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি ও আইআইটি বোম্বাই। ফার্মেসি ক্যাটাগরিতে সেরা দিল্লির জামিয়া হামদর্দ, তারপরে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে মোহালির ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিকাল রিসার্চ। বার্ষিক র্যাঙ্কিংয়ে মেডিকেল কলেজ ক্যাটাগরিতে সেরা দিল্লির এইমস, দ্বিতীয় চণ্ডীগড়ের পিজিআই এংব তৃতীয় ভেলোরের সিএমসি।
Post a Comment
Thank You for your important feedback