কেন্দ্রীয় দলের সঙ্গে আজ দেখা করছেন বিরোধী দলগুলি



আমফানে বিধ্বস্ত দক্ষিণবঙ্গে ঠিকমতো ত্রাণ বিলি হচ্ছে না। আর্থিক সাহায্য নিয়েও চলছে দলাদলি। এতদিন এই অভিযোগ নিয়ে সরব হচ্ছিলেন রাজ্যের বিরোধী দলগুলি। এই আবহেই রাজ্যে আমফান পরবর্তী পরিস্থিতি দেখতে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবার সেই প্রতিনিধি দলের কাছেই সরাসরি অভিযোগ জানাতে যাচ্ছেন রাজ্যের বিরোধী নেতারা। জানা যাচ্ছে শনিবারই দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে গিয়ে কেন্দ্রীয় দলের নেতার সঙ্গে দেখা করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি এদিনই তাঁর সঙ্গে দেখা করবেন বিরোধী দল কংগ্রেস ও সিপিএমের প্রতিনিধিরাও।
শনিবার রাজ্যের বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের পরই কেন্দ্রীয় প্রতিনিধি দল নবান্নে যাবেন। এই প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, কৃষিমন্ত্রক, মৎস্যচাষ, ব্যয় সংক্রান্ত মন্ত্রক, জলশক্তি মন্ত্রক, শক্তিমন্ত্রক ও সড়ক পরিবহনমন্ত্রকের সাত অফিসার। নবান্নে তাঁরা বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব ও অন্যান্য শীর্ষ আমলার সঙ্গে।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, শনিবার দুপুরেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে যাবেন এক প্রতিনিধি দল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এছাড়াও এই দলে থাকবেন লকেট চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার। জানা যাচ্ছে, এদিনের বৈঠকে বিজেপি নেতারা কেন্দ্রীয় দলকে ত্রাণ বিলি সহ আর্থিক সাহায্য নিয়ে অভিযোগ জানাবেন। ক্ষতিগ্রস্তদের কাছে ঠিকমতো ত্রাণ বা সাহায্য পৌঁছাচ্ছে না, তাই সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থা করার আবেদনও জানাবেন বিজেপি নেতারা। অপরদিকে এদিনই সোমেন মিত্রের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল আমফানের ক্ষয়ক্ষতি মাপতে আসা কেন্দ্রীয় দলের সঙ্গে দেখা করবেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post