ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত না হলেও অক্টোবরেই ভারতীয় ফুটবলাররা নামছে মাঠে


ভারতীয় ক্রিকেটাররা কবে মাঠে ফিরবেন সেটা এখনও ঠিক হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট নিয়েও কিছু সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। অথচ, ফুটবল বিশ্ব ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে শুরু হয়ে গিয়েছে ঘরোয়া লিগ। আগামী এক-দুই মাসের মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরো কোয়ালিফায়ার শুরু হয়ে যাবে। তবে ক্রিকেট তারকারা কবে মাঠে নামতে পারবেন সেটা ঠিক না হলেও সূচি চুরান্ত হল ভারতীয় ফুটবলারদের। আগামী অক্টোবরেই বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ৮ অক্টোবর কাতারের সঙ্গে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রীরা। উল্লেখ্য ফিরতি পর্বের এই ম্যাচটি করোনার জেরে স্থগিত হয়ে গিয়েছিল। এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) আরও জানিয়েছে, এই ম্যাচের পরই ভারত অ্যাওয়ে ম্যাচ খেলবে ১২ নভেম্বর, প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর দেশের মাটিতে ভারত খেলবে আফগানিস্থানের সঙ্গে। ওই ম্যাচটি হবে ১৭ নভেম্বর। ফিফার সঙ্গে আলোচনা করেই এএফসি এই সূচি প্রকাশ করেছে বলে জানিয়েছে তাঁরা। প্রসঙ্গত, ভারতের আর বিশ্বকাপের মূল পর্বে ওঠার কোনও সম্ভবনা নেই। তবে এই ম্যাচগুলিতে ভালো ফল করতে পারলে ভারত এশিয়া কাপের মূলপর্বে পৌঁছাতে পারে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post