করোনা নাশক তেল


সরষের তেল নিয়ে মাথার ওপর সাতবার ঘোরাতে হবে। তারপর সেই তেল ঢালতে হবে মন্দিরের খড়ের চালে। তাতেই সেরে যাবে করোনা। এমনই বিশ্বাসে ভর করে কাশীর কালভৈরব মন্দিরের ভক্তরা নিষ্ঠাভরে তা করে চলেছেন, করোনা থেকে মুক্তির আশায়।
বারাণসীর কালভৈরব মন্দির পরিচিত কাশীর কোতোয়াল বা রক্ষী হিসেবে। এখানে ভক্তদের সব সমস্যার সমাধান হয়ে যায়। তাদের বিশ্বাস, ভগবান শিব নিজে কালভৈরবকে কাশীতে নিযুক্ত করেছেন। লোকশ্রুতি, কাশীতে থাকতে হলে কালভৈরবের অনুমতি চাই। তিনি ছাড়া শিবের দর্শন অসমাপ্ত।
সোমবার থেকে খুলে গিয়েছে কালভৈরবের মন্দির। সেখানেই পাওয়া যাচ্ছে করোনা নাশক তেল। এই তেল মাথার উপরে সাতবার ঘুরিয়ে মন্দিরের খড়ের চালে ঢাললে সব রোগের নিরাময় হয়ে যাবে। মন্দিরের পুরোহিত মোহন্ত সুমিত উপাধ্যায় জানাচ্ছেন, শতাব্দীর পর শতাব্দী লোকজন এই মন্দিরে এসে সুস্থ হচ্ছেন। তবে কেন করোনাভাইরাস সারবে না, প্রশ্ন তাঁর।
যে কোনও নেতা বা আমলা কাশীতে এলেই প্রথমে আসেন কালভৈরবে। এই মন্দিরের ঠিক পিছনেই বিশ্বেশ্বরগঞ্জ থানা। সেই থানায় বড়বাবু কালভৈরবই। বিশ্বাস এমনই যে কোনও পুলিশ অফিসার থানার ভার নিয়ে এলেও বড়বাবুর চেয়ারে বসেন না। সেখানে বসানো কালভৈরবের ছবি।

মন্দিরকে স্যানিটাইজ করে খোলা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশমতো সব স্বাস্থ্যবিধিই মানা হচ্ছে এখানে। ভক্তদেরও দাঁড়াতে হচ্ছে সামাজিক দূরত্ব মেনেই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post