
মাত্র চারদিন আগেই পৃথিবীর আলো দেখেছিল ময়দানের পরিচিত বিদেশি আনসুয়ামা ক্রোমার সন্তান। এরমধ্যেই জন্ডিস ধরা পড়ে ওই একরত্তির। ফলে রবিবার মাঝরাতে তাঁকে নিয়ে চরম হয়রানির শিকার হতে হল ক্রোমা দম্পতিকে। অভিযোগ, ওই চারদিনের শিশুকে নিয়ে কলকাতার একের পর এক হাসপাতাল নার্সিংহোমে ঘুরতে হল সামান্য ভর্তি করার জন্য। কিন্তু কোভিড সংক্রমণের অজুহাত দেখিয়ে তাঁদের ফিরিয়ে দিল শহরের নামীদামি বেসরকারি হাসপাতাল। ক্রোমার সঙ্গে ময়দানে খেলা আরও কয়েকজন বিদেশী ফুটবলার এদিন ছিলেন।

ছবি: উদ্বিগ্ন ক্রোমা, তাঁর স্ত্রী ও সতীর্থরা…
ক্রোমার স্ত্রীর দাবি, রবিবার মাঝরাতে চারদিনের সন্তানকে নিয়ে তাঁরা প্রথমে যান বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। সেখানে ভর্তি না নেওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া আরেক বড় হাসপাতালে। সেখানেও একই অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপর শ্যামবাজারের এক বেসরকারি নার্সিংহোমে। করোনার দোহাই দিয়ে সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়েছে সদ্যোজাতকে। অবশেষে পার্ক স্ট্রিটের এক বেসরকারি শিশু হাসপাতালে ভর্তি নেওয়া হয়ে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকার সদ্যোজাতকে। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ক্রোমা দম্পতির শিশুসন্তান আপাতত স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্রোমার প্রশ্ন, সামান্য জন্ডিস নিয়ে কেন তাঁদের বারবার ফিরিয়ে দেওয়া হল? এই ঘটনা জানাজানি হতেই সোশাল মিডিয়ায় সরব হচ্ছেন বাংলার ফুটবলপ্রেমীরা। ফলে ফের প্রশ্নের মুখে পড়ছে কলকাতার বেসরকারি হাসপাতালের চালচিত্র।
Post a Comment
Thank You for your important feedback