দেশে ফের রেকর্ড সংক্রমণ, মোট মৃত ৭,৪৬৬


দেশে রোজই রেকর্ড গড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ৯,৯৮৭। মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৬৬,৫৯৮। মৃত্যু হয়েছে ২৬৬ জনের, মোট মৃত ৭,৪৬৬ জন। সুস্থতার হার ৪৮.৪৬ শতাংশ। মঙ্গলবারই স্বাস্থ্য বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে। এদিকে, লকডাউন শিথিল করার পর প্রত্যাশিতভাবেই বেড়েছে সংক্রমণের হার। জম্মু কাশ্মীর, হরিয়ানায় রবিবার অস্বাভাবিক বেড়েছে সংক্রমণ। গত তিনদিনে উত্তরপ্রদেশে ব্যাপক বেড়েছে সংক্রমণ। অসম, ত্রিপুরায় প্রতিদিন ১০ শতাংশ হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ দ্রুত বেড়ে কর্নাটক এখন প্রথম দশে ঢুকে পড়েছে। পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, ছত্তিশগড় ও কেরলেও রোজ বাড়ছে সংক্রমণ। ছত্তিশগড়ে সোমবার নতুন সংক্রমণ ১০৪। মোট ১,১৯৭। ত্রিপুরায় আক্রান্ত বাড়ায় ৩০টি অঞ্চলকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ডে একদিনে আক্রান্ত ১৪৭ জন। মোট ১,২৯০।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post