
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,৮৫১ জন। মারা গিয়েছেন ২৭৩ জন। সবমিলিয়ে ভারতে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২,২৬,৭৭০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, মোট মৃতের সংখ্যা ৬,৩৪৮। অন্যদিকে, হায়দরাবাদে চিন্তা বাড়াচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তারদের সংক্রমণ। মোট ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭ জন ওসমানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের। গান্ধি মেডিকেল কলেজের ২ ডাক্তারও সংক্রমিত বলে জানা গিয়েছে। নিজাম ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ৫ জন ডাক্তার আক্রান্ত। সেখানে মোট আক্রান্ত ১২ জন। ডাক্তাররা তাঁদের আরও নিরাপত্তার দাবি তুলেছেন।
Post a Comment
Thank You for your important feedback