
করোনা সংক্রমণে ফের রেকর্ড হল দেশে। একদিনে সংক্রমিত হলেন ৯,৩০৪ জন। সবমিলিয়ে আক্রান্ত ২,১৬,৯১৯ জন। মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৬,০৭৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সুস্থতার হার ৪৮.১৯ শতাংশ। বুধবার সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে মহারাষ্ট্রে। একদিনে মারা গিয়েছেন ১২২ জন। মোট মৃতের সংখ্যা ২,৫৮৭। নতুন সংক্রমিতের সংখ্যা ৭৪,৮৬০। মুম্বইয়ে নতুন করে সংক্রমিত ১,২৭৬। দ্বিতীয় স্থানে এখনও তামিলনাড়ু। সেরাজ্যে আক্রান্ত ২৫ হাজার ছাড়িয়েছে। পরপর চারদিন সংক্রমিতের সংখ্যা হাজারেরও বেশি। তৃতীয় স্থানে দিল্লি। সেখানে মোট আক্রান্ত ২৩,৬৪৫। অসমেও একদিনে ২৬৯ জন আক্রান্ত। এটাই সর্বোচ্চ। মোট আক্রান্ত ১,৮৩০। বিহারে মোট আক্রান্ত এখন ৪,৩২৬ জন। মৃত ২৫। পাঞ্জাবে মোট সংক্রমিত ২,৩৭৬।
Post a Comment
Thank You for your important feedback