আমেরিকায় ভাঙা হল গান্ধির মূর্তি

 
আমেরিকায় এবার ভাঙা হল মহাত্মা গান্ধির মূর্তি। ওয়াশিংটনে ভরতাীয় দূতাবাসের বাইরে মূর্তি রয়েছে। গত কদনি ধের যে বিক্ষোভ চলছে তারাই এই মূর্তি ভাঙার পিছনে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মার্কিন পুলিশ। স্থানীয়েরা জানান, কৃষ্ণাঙ্গকে হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীরা মূর্তিটির গায়ে স্প্রে পেন্টিং করে নানারকম লিখে কলুষিত করেছে। পরে মূর্তিটি ঢেকে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের এই ঘটনার পর ভারতে মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার বৃহসপতিবার দুঃখপ্রকাশ করেছেন। টুইটে তিনি লিখেছেন, বৈষম্য ও বর্ণান্ধতার বিরোধী তাঁর দেশয ভারতবাসীর কাছে অন্তরিক ক্ষমা চাইছি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post