
আবারও এক তৃণমুল নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল হল সোশাল মিডিয়ায়। এবার মদ্যপ অবস্থায় বাঁকুড়ার কোতুলপুরের লাউগ্রাম পঞ্চায়েতের অফিসে ঢুকে ভাঙচুর-হুমকি দিলেন ওই নেতা। অভিযুক্তের নাম বাসুদেব হাজরা। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ায়। ঘটনাটি বৃহস্পতিবারের। সেদিন বাঁকুড়ার কোতুলপুরের লাউগ্রাম পঞ্চায়েত সমিতির অফিসে মদ্যপ অবস্থায় ওই তৃনমুল নেতা চড়াও হয়ে তুমুল হইচই বাঁধিয়ে দেন। প্রথমে সমিতির কর্মীদের অফিস ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য হুমকি দিতে থাকেন তিনি। কিন্তু কর্মীরা অফিস থেকে না ছাড়ায় ব্যপক ভাঙচুর চালান তৃণমুলের লাউগ্রাম অঞ্চলের কনভেনার বাসুদেব হাজরা। অফিসের কম্পিউটার তুলে মাটিতে আছাড় মেরে সেগুলি পায়ে করে গুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। এছাড়াও ওই দফতেরর গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করেন। পুরো বিষয় লিখিত আকারে পঞ্চায়েত সমিতির তরফে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ফলে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে শাসকদল। এই বিষয়ে শুক্রবার অভিযুক্ত তৃণমূল নেতা বাসুদেব হাজরার দাবি, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ওই পঞ্চায়েত সমিতির ম্যানেজার চেয়ারে বসে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। তারই প্রতিবাদ করতে তিনি ওই অফিসে গিয়েছিলেন। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল সাঁতরার বক্তব্য, বিষয়টি নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটা শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। তবে পুরো ঘটনায়
অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও পুলিশ এখনও এই ঘটনায় কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা।
Post a Comment
Thank You for your important feedback