লকডাউনেই ফি বৃদ্ধি, স্কুলের সামনেই অবরোধ অভিভাবকদের


লকডাউনে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এরমধ্যেই বিভিন্ন বেসরকারি স্কুলের ফি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার মহেশতলায় এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, অভিভাবকদের অভিযোগ এসি চার্জ, ডেভলপমেন্ট ফি, কম্পিউটার ফি, পাওয়ার ফি, জেনারেটর ফি-র মতো কয়েকটি ফি বাড়ানো হয়েছে। ফলে এদিন সকাল থেকেই মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবকরা। অভিভাবকদের দাবি, যতক্ষণ না স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলছে ততক্ষণ তাঁরা এই বিক্ষোভ চালাবেন। অভিভাবকদের দাবি, এমনিতেই লকডাউনের জেরে বন্ধ স্কুল। কিন্তু এরমধ্যেই স্কুল কর্তৃপক্ষ এসি, জেনারেটর ও বিদ্যুতের মতো খরচ কেন তাঁরা বহন করবেন? যদিও টিউশন ফি বা অন্যান্য কিছু ফি দিতে তাঁদের আপত্তি নেই। এসি, বিদ্যুতের মতো কিছু ফি মুকুবের দাবি জানিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে স্মারকলিপি দিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাননি ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল। ফলে বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলেই দাবি অবরোধকারীদের। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় অবরোধ, খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে মহেশতলা থানার পুলিশ। বেশ খানিকক্ষণ অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলতে বললেই শুরু হয় বচসা। অভিভাবকরা প্রিন্সিপালের ঘটনাস্থলে আসার দাবিতে অনড় থাকেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় একঘন্টার বেশি সময় অবরোধ চলে। ফলে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post