
বিজেপি সাংসদ-বিধায়কদের ত্রাণে বাধা দেওয়ার ঘটনা অব্যাহত। এবার উত্তর ২৪ পরগনার বাগদার বিজেপি বিধায়ক দুলাল বরের গাড়ি আটকাল পুলিশ। বিজেপি বিধায়কের অভিযোগ, রবিবার রাতেই তিনি একটি প্রাইভেট গাড়িতে কিছু ত্রিপল নিয়ে যাচ্ছিলেন। সেগুলি পুলিশ গাড়ি থেকে নামিয়ে নেয়। তিনি আরও জানান, সোমবারই ত্রিপলগুলি আমফানে বিধ্বস্ত এলাকায় বিলি করার কথা ছিল। কিন্তু রবিবার রাতে গোবরডাঙ্গা থানার মছলন্দপুর ফাঁড়ির পুলিশ গাড়িটি মাঝরাস্তায় আটকায় এবং গাড়িতে থাকা সমস্ত মালপত্র নামিয়ে রাখে। দুলাল বরের দাবি, পুলিশকর্মীরা তাঁকে অশ্রাব্য গালিগালাজ করেছে। উত্তর ২৪ পরগনা পুলিশের দাবি, তাঁদের কাছে খবর ছিল একটি বড় গাড়িতে কিছু অবৈধ জিনিসপত্র পাচার হচ্ছে। সেইমতো গাড়িটি মাঝরাস্তায় আটকানো হয়। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় গাড়িটি বাগদার বিজেপি বিধায়ক দুলাল বরের। বিজেপি সাংসদ-বিধায়কদের ত্রাণে বাধা দেওয়ার ঘটনা অব্যাহত। এবার উত্তর ২৪ পরগনার বাগদার বিজেপি বিধায়ক দুলাল বরের গাড়ি আটকাল পুলিশ। বিজেপি বিধায়কের অভিযোগ, রবিবার রাতেই তিনি একটি প্রাইভেট গাড়িতে কিছু ত্রিপল নিয়ে যাচ্ছিলেন। সেগুলি পুলিশ গাড়ি থেকে নামিয়ে নেয়। তিনি আরও জানান, সোমবারই ত্রিপলগুলি আমফানে বিধ্বস্ত এলাকায় বিলি করার কথা ছিল। কিন্তু রবিবার রাতে গোবরডাঙ্গা থানার মছলন্দপুর ফাঁড়ির পুলিশ গাড়িটি মাঝরাস্তায় আটকায় এবং গাড়িতে থাকা সমস্ত মালপত্র নামিয়ে রাখে। দুলাল বরের দাবি, পুলিশকর্মীরা তাঁকে অশ্রাব্য গালিগালাজ করেছে। উত্তর ২৪ পরগনা পুলিশের দাবি, তাঁদের কাছে খবর ছিল একটি বড় গাড়িতে কিছু অবৈধ জিনিসপত্র পাচার হচ্ছে। সেইমতো গাড়িটি মাঝরাস্তায় আটকানো হয়। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় গাড়িটি বাগদার বিজেপি বিধায়ক দুলাল বরের।
Post a Comment
Thank You for your important feedback