লকডাউনের ৬৮ দিনে রাজ্যকে ৯৪টি নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের


লকডাউন জারি হওয়ার পর ৬৮ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে গড়ে দিনে ১.৩টি নির্দেশ পাঠিয়েছে। রবিবার পর্যন্ত তারা লকডাউন নিয়ে রাজ্যগুলিকে ৯৪টি নির্দেশ, তথ্যসংযোজন, চিঠি পাঠিয়েছে। এইসব আদেশ পাঠানো হয়েছে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনে। ২০০৪ সালের সুনামির পর এই আইন এই প্রথম প্রয়োগ করা হয়েছে। তার ফলে গোটা দেশেরই আইনি নিয়ন্ত্রক এখন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক। রাজ্য তাদের আলাদা গাইডলাইন ঠিক করতে পারলেও তা হবে কেন্দ্রের পাঠানো নির্দেশ মেনেই। শনিবারও আনলক ১-এর নানা ধরনের নির্দেশ রাজ্যগুলির কাছে পাঠিয়েছে কেন্দ্র। ২৪ মার্ট লকডাউন শুরু হওয়ার পর থেকে চারবার তার মেয়াদ বাড়ানো হয়েছে। পঞ্চম পর্যায়ে এসে তার নাম হয়েছে আনলক ১। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পরিযায়ী শ্রমিকদের সমস্যা মেটাতে আলাদা তিনটি কন্ট্রোল রুম খুলেছে। গোড়ার দিকে কন্ট্রোল রুমের ফোনে গড়ে ৬০০টির মতো কল এলেও এখন তা কমে গিয়েছে অনেকটাই। স্বরাষ্ট্রমন্ত্রক ১ জুন থেকে তাদের ক্যান্টিনে কেবল স্বদেশি জিনিস রাখার আদেশ দিলেও সিআরপি এখনও ঠাহর করে উঠতে পারেনি স্বদেশি বলতে কী কী জিনিস বোঝায়। সরকারের তরফে এখনও তা জানানো হয়নি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post