প্রয়াত সঙ্গীত পরিচালক সাজিদ


প্রয়াত হলেন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল ৪২ বছর। তিনি তবলিয়া উস্তাদ সরাফাত আলি খানের ছেলে। জানা গিয়েছে, ওয়াজিদ কিডনির সমস্যায় ভুগছিলেন। চিত্র সমালোচক এবং সাংবাদিক ফরিদুন শাহরিয়ার জানিয়েছেন, তাঁর মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়েই। গায়ক সোনু নিগম লিখেছেন, বন্ধু ওয়াজিদ আমায় ছেড়ে চলে গিয়েছে।তিনিই প্রথম খবরটা সোশাল মিডিয়ায় জানান। শোক জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, সোনা মহাপাত্র, সেলিম মার্চেন্ট-সহ আরও অনেকে। ভাই সাজিদের সঙ্গে জুটি বেঁধে তেরে নাম, ওয়ান্টেড, দাবাংয়ের মতো বহু হিট ছবিতে সুর দিয়েছিলেন ওয়াজিদ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post