স্পেনকে ছাপিয়ে ভারত এখন পঞ্চমে, সেপ্টেম্বরে শেষ হবে করোনা বলছেন বিশেষজ্ঞরা


স্পেনকে ছাপিয়ে ভারত এখন পৃথিবীতে পঞ্চমস্থানে উঠে এল। ভারতের ঠিক উপরেই আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, এবং ব্রিটেন। ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,৮৮৭ জন। মোট সংক্রমিত দাঁড়াল ২,৩৬,৬৫৭। একদিনে মারা গিয়েছেন ২৯৪ জন। মোট মৃত্যু ৬,৬৪২। মৃত্যুর সংখ্যায় ভারত ১২ নম্বরে। সুস্থতার হারে দেশ বিশ্বে দশম। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১,৪২,০৬৯টি। অন্যদিকে, সারা দেশের সংক্রমিতের অর্ধেকই চারটি মহানগর দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ের। চারটি শহরেই সংক্রমিতের সংখ্যা সাতহাজার ছুঁতে চলেছে। আমেদাবাদ, ইন্দোর ও পুনেকে ধরলে তা মোট সংক্রমণের ৬০ ভাগ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, ভারতে করোনা সংক্রমণ সেপ্টেম্বরের মাঝামাঝি শেষ হয়ে হয়ে যাবে। মন্ত্রকের ডেপুটি ডিরেকটর ডা, অনিল কুমার এই কথা জানিয়েছেন। একটি গবেষণাপত্রে তিনি গাণিতিক পদ্ধতি অনুসরণ করে এই পূর্বাভাস করেছেন। তবে এই পদ্ধতি তথ্যের নির্ভুলতার ওপর নির্ভর করে। লকডাউনে যা ভাবা গিয়েছিল তা হয়নি। শুধু প্রশাসনিক নয়, জনগণের ওপরই তার সাফল্য নির্ভর করে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post