সীমান্ত সমস্যা মেটাতে চিনের সঙ্গে আরও কথা হবে, জানাল ভারত

 
 ভারত-চিনের পূর্ব লাদাখ সীমান্ত সমস্যা নিয়ে আরও কথা বলার সিদ্ধান্ত নিল দুই দেশ। শনিবার এনিয়ে বৈঠকের পর এই কথা জানানো হয়েছে। সামরিক ও কূটনৈতিক দুই স্তরেই আলোচনা হবে। ভারতীয় সেনার তরফে এই আলোচনা নিয়ে কোনওরকম জল্পনা ও ভিত্তিহীন খবর না করার জন্য সংবাদমাধ্য়েমতে অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তা সহায়ক হবে না। শান্তিপূর্ণভাবে সমস্যা মেটাতে শুক্রবার কূটনৈতিক স্তরে কথা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব ও চিনের সেনাবাহিনীর ডিরেকটর জেনারেল উ জিয়ানঘাওয়ের মধ্যে ভিডিও বৈঠক হয়েছে। গত কয়েক বছরে প্রধাবনমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ঘরোয়া শীর্ষ বৈঠকে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার ভিত্তিতেই সদর্থক কথা হয়েছে। ভবিষ্যতেও শান্তিপূর্ণ আলোচনা চলবে। বিশেষ করে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি নিয়ে অস্পষ্টতা থাকায় গোলমাল মাঝেমধ্যেই হয় বলে ভরাত জানিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post