কৃতিত্ব রেলের, মাত্র ২৪ ঘন্টায় ৮০০ কিমি পাড়ি দিল ভেন্টিলেটর


করোনা অতিমারীর মধ্যে একটি ভেন্টিলেটরের অবদান কতখানি, সেটা বুঝতে বাকি নেই কারোর। এবার ভারতীয় ডাক বিভাগের সঙ্গে গাঁটছড়া বেঁধে ৮০০ কিমি দূরের হাসপাতালে ভেন্টিলেটর পৌঁছে দিল ভারতীয় রেল। মাত্র ২৪ ঘন্টায় এই জীবনদায়ী যন্ত্র পৌঁছে যায় হাসপাতালে। রেলের এই কৃতিত্বকে কুর্ণিশ জানাতে ভোলেনি ডাক বিভাগও। রেল সূত্রে জানা গিয়েছে, নাগপুরের বাজাজনগর থেকে থানের মানসিক হাসপাতালে জোগান দেওয়া হয় দুটি ভেন্টিলেটর। অত্যন্ত জরুরী ভিত্তিতে এই দুটি ভেন্টিলেটর পৌঁছে দিতে ডাক বিভাগ গাঁটছড়া বাঁধে রেলের সঙ্গে। রেলও আর্থিক লাভের কথা না চিন্তা করেই দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ফলে ১৩৪ কেজি ওজনের দুটি জীবনদায়ী যন্ত্র মাত্র ২৪ ঘন্টাতেই থানের মানসিক হাসপাতালে পৌঁছে দেয় রেল। ইন্ডিয়ান পোস্ট এই অর্ডার সংগ্রহ করে, রেল তা পার্সেল ভ্যানে পৌঁছে দেয়।

রেল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি কোভিড আইসোলেশন ট্রেন দিল্লি সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য করোনা মহামারীতে আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনে ৫২৩১টি আইসোলেশন কোচ তৈরি করেছে ভারতীয় রেল। সূত্রের খবর, দেশে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তেই এবার রেলের তৈরি ওই বিশেষ কোচগুলির দরকার পড়ছে। রেল সূত্রে আরও জানা যাচ্ছে, উত্তর প্রদেশ সরকারও এই কোভিড আইসোলেশন কোচের ২৪টি ট্রেন চেয়েছে রেলের কাছে। যা উত্তর প্রদেশের ২৪টি গুরুত্বপূর্ণ স্টেশনে রাখবে যোগী সরকার। এছাড়া আরও জানা যাচ্ছে, এই আইসোলেশন কোচের বিশেষ তিনটি ট্রেন চেয়েছে তেলেঙ্গানা সরকার। তাঁরা ট্রেনগুলি সেকেন্দ্রাবাদ, অদিলাবাদ ও কাঁচিগদা স্টেশনে তৈরি রাখবে। উল্লেখ্য এক একটি আইসোলেশন কোচে ষোলো জন আক্রান্তকে রাখা যাবে। কোচের মধ্যে চারটি শৌচালয়কে দুটিকে বাথরুমে পরিবর্তন করা হয়েছে। যেখানে স্নান করতে পারবেন আক্রান্তরা। এই ট্রেনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার আলাদা কোচ রয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post