লকডাউনে বাড়িতেই হল প্রসব, লাইভ স্ট্রিমিংয়ে দেখলেন সাড়ে ৬ হাজার



এমনিতেই সুপার উওম্যান বলে পরিচিত উদ্যোগপতি এমা আইজ্যাক। ‘বিজনেস চিকস’ নামে একটি নামী সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও তিনি। সেই তিনিই এবার গড়লেন অনন্য নজীর। বাড়িতে ওয়াটার বার্থের মাধ্যমে জন্ম দিলেন পুত্রসন্তানের। আর সেটা সোশাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করলেন সুপার উওম্যান এমা। এর জন্য আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তাঁর বাড়িতেই তৈরি রেখেছিলেন বিশেষ ব্যবস্থা। আর সেই লাইভ স্ট্রিমিং তৎক্ষণাৎ দেখলেন সাড়ে ৬ হাজার অনুগামী। এমনিতেই আমেরিকায় যথেষ্ঠ জনপ্রিয় এমা আইজ্যাক। মহিলা উদ্যোগপতি হিসেবে তিনি একক প্রচেষ্টায় সাফল্যের চুড়ায় উঠেছেন। গত ১ জুন তিনি তাঁর ষষ্ঠ সন্তানের জন্ম দিলেন। আর সাক্ষী থাকল এমার পুরো পরিবার। পাশাপাশি এই অনন্য অভিজ্ঞতা তিনি ভাগ করে নিলেন তাঁর পরিচিত ও অসংখ্য অনুগামীদের সঙ্গেও।         


সন্তান প্রসবের কিছুক্ষণ আগেই এমা ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছেন তাঁর অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চান। এরপর তাঁর লাইভ স্ট্রিমিং শুরু হতেই তাঁর সাহসীকতাকে কুর্ণিশ জানাতে শুরু করেন অসংখ্য মানুষ। আবার অনেকে লেখেন, সত্যিই সুপার উওম্যান এমা। কেউ লেখেন অফিসে যেমন সুপার বস, তেমনই নিজের জীবনেও সুপার উওম্যান তিনি। লাইভ স্ট্রিমিং নিয়ে এমার বক্তব্য, আমার ছেলে পাইপারের জন্মের সময় মনে হয়েছিল কেন লাইভ স্ট্রিমিং করলাম না এত সুন্দর একটা অনুভূতি। এছাড়াও তিনি চেয়েছিলেন বাড়ির সকল সদস্যের সঙ্গে যেন প্রথমেই আলাপ হয় তাঁর সন্তানের। এই লকডাউনে তাঁর সবচেয়ে বড় অনুভূতি ষষ্ঠ সন্তানের জন্ম। তিনি আরও বলেন, মাকে শ্রদ্ধা জানাতেই এইকাজ করেছেন তিনি। আপাতত নেটিজেনরা এমার প্রশংশায় পঞ্চমুখ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post