
"তিনি কি মনে করতে পারছেন না, বিদ্যাসাগরের মূর্তি তাঁরই চোখের সামনে তাঁর লোকজন ভেঙেছিল। আর সেটির সংস্কার করেছিল মমতা।" মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভার্চুয়াল সভার পর তাঁর প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ভারতের সবাইকে সঙ্গে নিয়ে চলার বোধকে নিজেই বিপন্ন করেছেন অমিত শাহ। তিনিই আবার বাংলার সংস্কৃতি পুনরুদ্ধারের কথা বলছেন। মমতা তাঁর টুইটটিতে #BengalRejectsAmitShah ট্যাগ করেছেন। উল্লেখ্য, গতবছর বিধানসভা নির্বাচনের প্রচারের সময় অমিত শাহর মিছিল থেকে লোকজন কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই মূর্তি পরে পুনর্প্রতিষ্ঠা করা হয়েছে। ভার্চুয়াল সভায় শাহ মমতা এবং তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। অভিযোগ করেছেন, রাজ্যের হিংসার সংস্কৃতি নিয়ে। বলেছেন, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রাজনৈতিক হিংসা হয়।
Post a Comment
Thank You for your important feedback