
৮৩ দিনের বিরতির পর ফের দৈনিক ভিত্তিতে জ্বালানির দাম ঠিক করতে শুরু করল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। রবিবার প্রথম দিনেই প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে প্রায় ৬০ পয়সা। কলকাতায় পেট্রোল হল লিটারে ৭৮ টাকা ৯১ পয়সা, ডিজেল ৬৬ টাকা ১৭ পয়সা। দিল্লিতে পেট্রোল ৭১ টাকা ৮৬ পয়সা, ডিজেল ৬৯ টাকা ৯৯ পয়সা, মুম্বইয়ে ৭৮ টাকা ৯১ পয়সা ও ৬৮ টাকা ৭৯ পয়সা, চেন্নাইয়ে ৭৬ টাকা ৮৬ পয়সা ও ৬৮ টাকা ৭৯ পয়সা। দেশে তেলের প্রায় ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে ভারত। যার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের টাকা-ডলারের বিনিময় মূল্যের পাল্টানোর সঙ্গে সঙ্গে দেশে খুচরো তেলের দাম বদলানো হয়। গত তিন মাসে আন্তর্জাতিক তেলের বাজারে ছিল চূড়ান্ত অস্থিরতা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড তলানিতে গিয়ে নামলেও এ দেশের পেট্রোল এবং ডিজেল ব্যবহারকারীরা তার কোনও সুফল পাননি। অথচ এই সময়ের মধ্যে বিমানের জ্বালানি এবং রান্নার গ্যসের দাম নিয়ম করে সংশোধন করা হয়েছে। লকডাউনে কমেছে বিমানের তেলের দাম।
Post a Comment
Thank You for your important feedback