
জম্মু-কাশ্মীরে পুলিশ, সিআরপিএফ ও সেনার যৌথবাহিনী বিগত একমাস ধরেই লাগাতার অভিযান চালাচ্ছে কাশ্মীর উপত্যাকায়। বিভিন্ন জঙ্গি সংগঠনের গতিবিধির ওপর নজরদারি চালিয়ে নির্দিষ্ট খবরের ভিত্তিতে চলছে অভিযান। ফলে সাফল্যও আসছে সেই সঙ্গে। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় কাশ্মীরে নিকেশ হয়েছে ৯ জন জঙ্গি। মূলত শোপিয়ানের পিঞ্জোরা এলাকায় রবিবার গভীর রাত থেকেই বড়সড় অভিযান চালায় পুলিশ-সেনার যৌথবাহিনী। অভিযানের মাঝেই জঙ্গিরা গুলি চালিয়ে দেয় নিরাপত্তাবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে। এরপরই শুরু হয়ে যায় গুলির লড়াই। সোমবার সকাল পর্যন্ত গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জন জঙ্গি। অভিযান এখনও চলছে বলে সেনা সূত্রে খবর। জানা যাচ্ছে, কাশ্মীর উপত্যাকায় এটা দ্বিতীয় এনকাউন্টার। রবিবার দুপুর থেকেই প্রায় ১২ ঘন্টা চলা ভয়াবহ গুলির লড়াইয়ে ৫ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এরপর গভীর রাত থেকে শুরু হওয়া আরও এক এনকাউন্টারে খতম করা হয়েছে আরও ৪ জঙ্গিকে। তবে তাঁরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত সেটা এখনও জানতে পারেনি কাশ্মীর পুলিশ। যেহেতু এখনও অভিযান শেষ হয়নি তাই সেখানে আরও কয়েকজন লুকিয়ে রয়েছে বলে
Post a Comment
Thank You for your important feedback