গরুচোর সন্দেহে পুলিশের সামনেই গণপিটুনি!


গরুচুরির সন্দেহে পুলিশের সামনেই এক যুবককে গণপিটুনি দিল জনতা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গেরুয়া এলাকায়৷ শেষ পর্যন্ত দাম্মা হুসেন নামে ওই যুবককে মারমুখি জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি ওই যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া গরুটির প্রকৃত মালিককেও খুজে পেয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সন্দেহজনক এক ব্যক্তিকে চুরি হওয়া গরু সমেত আটক করে গেরুয়া এলাকার বাসিন্দারা। গরুটি সে কোথায় পেল সেটা জানতে চাইলে উত্তরে নানান অসঙ্গতি পায় এলাকাবাসী। এরপরই উত্তেজিত জনতা মারধোর শুরু করে তাঁকে। খবর পেয়ে সেখানে চলে আসে চাকুলিয়া থানার পুলিশ। কিন্তু পুলিশের সামনেই চলে গণধোলাই। তবে শেষ পর্যন্ত ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতেই চাকুলিয়া বাজার থেকে এক ব্যক্তির বাড়ি থেকে চুরি যায় গরুটি। এছাড়া পুলিশ জানিয়েছে, এর আগেও দাম্মা হুসেন নামে ওই যুবক চুরির দায়ে জেল খেটেছে। তবে গণধোলাই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


ছবি: পুলিশের সামনেই চলছে মারধোর…

 

ছবি: অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ… 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post