বারাসতে হদিশ আন্তঃরাজ্য বাইক পাচার চক্র, ধৃত ৩


মাদক পাচার চক্রের তদন্তে নেমে এবার অন্ত:রাজ্য বাইক পাচার চক্রের হদিস পেল পুলিশ। গত ৩১ মে গুমা চৌমাথা এলাকায় পাঁচ লিটার নিষিদ্ধ কোডেইন মিক্সচার সহ তিনজনকে গ্রেফতার করেছিল অশোকনগর থানার পুলিশ। মূল অভিযুক্ত রাজু ঘোষ ওরফে রাজ, হিমন্ত বিস্বাস সহ তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করে পুলিশ। ওই তদন্তেই উঠে আসে মোটরবাইক পাচারের বড়সড় চক্রের হদিশ। ধৃতদের সঙ্গে নিয়েই অভিযান চালায় বারাসত পুলিশের গোয়েন্দারা। উদ্ধার করা হয় ১২টি চোরাই বাইক। এ বিষয়ে বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাদক পাচারকারীদের জেরা করেই এই বাইক চুরির চক্রের হদিশ পাওয়া গিয়েছে। মাদক পাচারের সঙ্গে এই চক্র এই রাজ্য থেকে বাইক চুরি করে চোরাপথে অন্যরাজ্যে পাচার করে দিত। এই বাইক পাচার চক্রের সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। ধৃতদের আরও জেরা করা হচ্ছে। উদ্ধার হওয়া বাইকগুলি কোথা থেকে চুরি হয়েছিল খতিয়ে দেখছে বারাসত জেলা পুলিশ।
ছবি: উদ্ধার হওয়া চোরাই বাইক… 
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post