বুধবার থেকেই শুরু রামমন্দির নির্মাণের কাজ


করোনা আবহের মধ্যেই আগামীকাল থেকে শুরু হচ্ছে রামমন্দির নির্মাণের কাজ। সোমবারই এই কথা জানিয়েছিলেন শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাস। বুধবারই অযোধ্যায় রাম মন্দিরের প্রথম ইট পাতা হবে। মহন্ত নিত্যগোপাল দাসের কথায়, রাবণের লঙ্কায় আক্রমণ করার আগে শ্রীরাম এই রুদ্রাভিষেক রীতির মাধ্যমে ভগবান শিবের পুজো করেছিলেন। সেই রীতি মেনেই এদিন শিবপুজো করেই মন্দির নির্মাণের ভিত তৈরির কাজ শুরু হবে। বুধবার সকাল ১১টা নাগাদ শুরু হবে বিশেষ প্রার্থনা। মূল পুজোর দায়িত্বে থাকবেন কমলনয়ন দাস সহ ট্রাস্টের বিশিষ্ট পুরোহিতরা। জানা গিয়েছে, প্রায় ২ থেকে আড়াই ঘন্টা চলবে এই বিশেষ পুজোপাঠ। তারপর হবে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান। এরপরই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত রামমন্দির নির্মানের কাজ।
 
উল্লেখ্য, গতবছর নভেম্বর মাসেই সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের অনুমতি দেয়। গত মার্চ মাসেই অস্থায়ী মন্দির থেকে রামলালার বিগ্রহ নতুন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। কারণ ওই অস্থায়ী মন্দিরস্থলেই হবে মূল মন্দির নির্মাণকাজ। এদিন দিল্লি থেকে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ রামমন্দির নির্মাণের কথা বলেন। অমিত শাহ বলেন, সঠিক যুক্তিতে অযোধ্যা রামমন্দির মামলার ফয়সলা হয়েছে। ট্রাস্ট গঠন করেছে মোদি সরকার। আগামীকাল থেকেই আকাশ উঁচু রামমন্দির তৈরি হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post