
১ জুন, সোমবার থেকে দেশের চারটি মেট্রো শহরে বাড়ল ইন্ডেনের ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। দাম বেড়েছে ১১টাকা ৫০ পয়সা থেকে ৩৭ টাকা পর্যন্ত। কলকাতায় এলপিজি গ্রাহকদের সিলিন্ডার পিছু গুনতে হবে বাড়তি ৩১.৫০ টাকা। ভর্তুকিহীন এলপিজি-র দাম এই শহরে বেড়ে হল ৬১৬ টাকা। কলকাতাতেই দাম বেড়েছে সবথেকে বেশি। দিল্লিতে এলপিজি-র দাম ১১.৫০ টাকা বেড়ে দাঁড়াল ৫৯৩ টাকা। মুম্বইয়েও ১১.৫০ টাকা বেড়ে দাম দাঁড়াচ্ছে সিলিন্ডার পিছু ৫৯০.৫০ টাকা। চেন্নাইয়ে সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৩৭ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৬০৬.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যাঁরা রয়েছেন, তাঁদের কোনও বাড়তি দাম দিতে হবে না। আগামী ৩০ জুন পর্যন্ত তাঁরা বিনামূল্যে গ্যাস পাবেন। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়ায় এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে আইওসি।
Post a Comment
Thank You for your important feedback