পূর্বাভাসমতোই সোমবার, জুনের প্রথম দিনে কেরলে বর্ষা পৌঁছল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এদিন সকাল থেকেই গোটা কেরল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। রাজধানী তিরুঅনন্তপুরমে বৃষ্টি হয়েছে ৬ সেন্টিমিটার। কোজিকোডে ৯, ভাদাক্কারায় ১২ সেন্টমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগেই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল কেরলে স্বাভাবিক সময়েই আসছে বর্ষা। কেরলের বর্ষা দিয়েই দেশে বর্ষার সূচনা হয়ে থাকে। এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, এবছর বর্ষা হবে স্বাভাবিক। সেপ্টেম্বরে শতভাগ বৃষ্টি হয়ে যাবে। মৌসমভবনের নিয়ম অনুযায়ী, ১০ মে-র পর হাওয়া অফিসের দক্ষিণের ১৪টি স্টেশনের মধ্যে ৬০ ভাগে যদি পরপর ২ দিন ২.৫ মিলিলিটার বা তার বেশি বৃষ্টি হয় তবেই বর্ষা এসেছে বলে ঘোষণা করা হয়।
পূর্বাভাসমতোই সোমবার, জুনের প্রথম দিনে কেরলে বর্ষা পৌঁছল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এদিন সকাল থেকেই গোটা কেরল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। রাজধানী তিরুঅনন্তপুরমে বৃষ্টি হয়েছে ৬ সেন্টিমিটার। কোজিকোডে ৯, ভাদাক্কারায় ১২ সেন্টমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগেই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল কেরলে স্বাভাবিক সময়েই আসছে বর্ষা। কেরলের বর্ষা দিয়েই দেশে বর্ষার সূচনা হয়ে থাকে। এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, এবছর বর্ষা হবে স্বাভাবিক। সেপ্টেম্বরে শতভাগ বৃষ্টি হয়ে যাবে। মৌসমভবনের নিয়ম অনুযায়ী, ১০ মে-র পর হাওয়া অফিসের দক্ষিণের ১৪টি স্টেশনের মধ্যে ৬০ ভাগে যদি পরপর ২ দিন ২.৫ মিলিলিটার বা তার বেশি বৃষ্টি হয় তবেই বর্ষা এসেছে বলে ঘোষণা করা হয়।
Post a Comment
Thank You for your important feedback