এবার রাজ্যে করোনায় মৃতদের দেহ দেখতে পাবেন আত্মীয়রা


 রাজ্যে কারোর করোনায় মৃত্যু হলে তাঁর মৃতদেহ বিশেষ ভাবে মুড়ে সুরক্ষিত গাড়িতে ধাপায় বা নির্দিষ্ট শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার রীতি চালু ছিল। এমনকি সেই দেহ দেখতেও দেওয়া হতনা মৃতের আত্মীয় পরিজনদের। এবার সেই নিয়মে কিছুটা শিথিল করল পশ্চিমবঙ্গ প্রশাসন। এবার থেকে রাজ্যে করোনা সংক্রমণে কারোর মৃত্যু হলে তাঁর মৃতদেহ দেখতে পাবেন আত্মীয় পরিজনরা। তবে নির্দিষ্ট শর্ত ও সুরক্ষাবিধি মেনেই সেটা করতে হবে বলে জানিয়েছে নবান্ন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাঁর মৃতদেহ স্বচ্ছ প্লাস্টিকে মুড়ে ফেলা হবে। এরপর সেই দেহ নির্দিষ্ট সামাজিক দূরত্ব ও সুরক্ষাবিধি মেনে দূর থেকে দেহ দেখার সুযোগ করে দেওয়া হবে পরিবারের সদস্যদের। তারপর আগের মতোই ওই ব্যক্তির দেহ নির্দিষ্ট শ্মশান বা ধাপার মাঠে দাহ করে দেবে পুরসভার কর্মীরা। সেখানে অবশ্য কাউকে থাকতে দেওয়া হবেনা আগের মতোই। শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান। তবে করোনায় মৃতদের দেহ থেকে যাতে কোনওভাবেই সংক্রমণ না ছড়ায় সেটাও সচেতনভাবে দেখার কথা বলেছেন তিনি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post