
প্রতি বছরই শতাব্দী প্রাচীণ মোহনবাগান ক্লাব দেশ ও ক্লাবকে সম্মান এনে দেওয়ার জন্য মোহনবাগান রত্ন সম্মান প্রদান করে থাকে। তবে সেটা সচরাচর ফুটবল ও ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরাই পেয়ে থাকেন। কিন্তু গত বছরই প্রথা ভেঙে প্রখ্যাত প্রাক্তন হকি তারকা কেশব দত্তকে এই সম্মান দিয়েছিল মোহনবাগান। তবে তাঁর সঙ্গেই এই সম্মান পেয়েছিলেন প্রাক্তন তারকা ফুটবলার তথা হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। এবারও প্রথা ভাঙল শতাব্দী প্রাচীন ক্লাব। তবে এবার যে দুজন মোহনবাগান রত্ন হিসেবে মনোনীত হয়েছেন তাঁরা কেউই ফুটবলের সঙ্গে যুক্ত নয়। মোহনবাগানের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর ঠিক হয়েছে চলতি বছরে মোহনবাগান রত্ন দেওয়া হবে অলিম্পিক সোনা জয়ী হকির কিংবদন্তি গুরবক্স সিং এবং রাক্তন ক্রিকেটার তথা কোচ পলাশ নন্দীকে। ১৯৬৮ থেকে ১৯৮০ পর্যন্ত মোহনবাগানের হয়ে হকি খেলেছেন গুরবক্স সিং। সেই সময়কালে তিনি মোহনবাগান ক্লাবকে ৯ বার বেটন কাপ ও ৯ বার কলকাতা লিগ এনে দিয়েছিলেন। অপরদিকে পলাশ নন্দীও মোহনবাগান ক্লাবের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলেছেন। ১৯৭৪ থেকে ১৯৭৭ পর্যন্ত প্রথম দফায় মোহনবাগানের ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। কয়েক বছর ইস্টবেঙ্গলে কাটিয়ে পরের দফায় ১৯৮০ থেকে ১৯৯৪ পর্যন্ত ফের মোহনবাগান ক্লাবের হয়ে ক্রিকেট ময়দান কাঁপিয়েছেন পলাশ নন্দী। পাশাপাশি ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত মোহনবাগান ক্লাবের ক্রিকেট কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। অপরদিকে এবছরে মোহনবাগানের লাইফটাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন ধ্যানচাঁদের ছেলে অশোক কুমার (হকি), প্রণব গঙ্গোপাধ্যায় (ফুটবল) ও মনোরঞ্জন পোড়েল (অ্যাথলেটিক্স)। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস। প্রতি বছরই এই দিন বর্ণাঢ্য অনুষ্ঠান করে মোহনবাগান ক্লাব। সেই অনুষ্ঠানেই এই সম্মানগুলি প্রদান করে ক্লাব। কিন্তু এবছর করোনার থাবায় সব ওলোটপালট হয়ে গিয়েছে। যে কোনও জমায়েত নিষিদ্ধ। তাই ক্লাবের ওয়ার্কিং কমিটির বৈঠকে ঠিক হয়েছে এবছর কোনও অনুষ্ঠান হবেনা। যাদের নাম মনোনীত হয়েছে তাঁদের প্রত্যেকের বাড়ি গিয়ে সম্মান জানিয়ে স্মারক তুলে দেওয়া হবে। মোহনবাগান ক্লাব সূত্রে আরও জানা গিয়েছে, গত মরশুমে মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার মনোনীত হয়েছেন জোসবা বেইতিয়া। এবং অনূর্ধ্ব-১৮ দলের সজল বাগ সেরা যুব ফুটবলার মনোনীত হয়েছেন।
Post a Comment
Thank You for your important feedback