পাইলটকে বহিষ্কারের প্রস্তাব রাজস্থান কংগ্রেসের


শচিন পাইলটকে দল থেকে বহিষ্কার করা হোক। ষড়যন্ত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এই মর্মে প্রস্তাব পাশ হল রাজস্থানের কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে। জানা গিয়েছে, বৈঠকে ছিলেন ১০২ জন বিধায়ক। এনিয়ে দুই দিনে দ্বিতীয় বৈঠক হল পরিষদীয় দলের। এদিনের বৈঠক হয়েছে জয়পুরের একটি হোটেলে। তাঁকে বারবার অনুরোধ করা সত্ত্বেও এদিনেরও বৈঠকেও হাজির হননি শচিন। সোমবাহ যে বিধায়করা গরহাজির ছিলেন, তাঁদের সঙ্গে মঙ্গলবারও যোগাযোগের চেষ্টা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে। কংগ্রেসর ১৮ বিধায়ক যোগ না দিলেও ছিলেন নির্দল ও অন্য দলের বিধায়করা। তাঁরা অশোক গেহলতের প্রতি সমর্থন জানিয়েছেন। শচিন এখন প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি ও তার অনুগামীরা বৈঠকে হাজির হওয়ার বদলে বিধানসভায় শক্তিপরীক্ষার দাবি তুলেছেন। তাঁরা তাঁদের সমর্থক ১৬ বিধায়কের ভিডিও প্রকাশও করেছেন। অন্যদিকে, রাজস্থান বিজেপির সভাপতি সতীশ পুনিয়া জানিয়েছেন, তাঁর দল এখনই শক্তিপরীক্ষার দাবি জানাচ্ছে না। তাঁরা চান রাজ্যে সরকার ভালোভাবে চলুক।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post