
ভগবান রাম জন্মেছেন নেপালে, প্রকৃত অযোধ্যাও নাকি নেপালেই ছিল। নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলির তেমনই দাবি। তিনি জানিয়েছেন, আসল অযোধ্যা ভারতে নয়, নেপালে। রাম জন্মেছিলেন দক্ষিণ নেপালের থোরিতে। প্রকৃত অযোধ্যা বীরগঞ্জের পশ্চিমে থোরিতেই। নেপালের প্রধানমন্ত্রীর এই দাবি সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন, বিজেপির জাতীয় মুখপাত্র বিজয়শঙ্কর শাস্ত্রী। তাঁর বক্তব্য, ভারতেও বামপন্থী দলগুলি জনগণের আবেগ নিয়ে খেলা করেছে। নেপালি কমিউনিস্টদের জনগণই প্রত্যাখ্যান করবেন। রাম ভারতীয়দের কাছে বিশ্বাসের প্রতীক। নেপালের প্রধানমন্ত্রী বিশ্বাস নিয়ে খেলা করলে তা মেনে নেওয়া হবে না।

কাঠমান্ডুতে তাঁর বাসভবনে নেপালি কবি ভানুভক্তের জম্নদিনে ওলি অভিযোগ করেন, নেপাল সাংস্কৃতিক দখলদারির শিকার, তার ইতিহাস বিকৃত করা হয়েছে। ভানুভক্ত বাল্মীকির মহাকাব্য রামায়ণ নেপালিতে অনুবাদ করেছিলেন। রামচন্দ্র নেপালে জন্মালেও ভারত অযোধ্যাকে তাদের বলে দাবি করেছে। ভারেত অযোধ্যা নিয়ে নানা বিবাদ থাকলেও নেপালের অযোধ্যা নিয়ে কোনও বিতর্ক নেই। তাঁর দাবি, বাল্মীকির আশ্রমও নেপালে। দশরথের পূণ্য যজ্ঞের স্থানও নেপালের রিধিতে। যেহেতু দশরথ নেপালের রাজা ছিলেন, তাই স্বাভাবিকভাবেই রামও জন্মেছেন এখানেই।
Post a Comment
Thank You for your important feedback