জম্মুতে পাকিস্তান সীমান্তের কাছেই ২০ মিটারের সুরঙ্গের খোঁজ

কাশ্মীর উপত্যাকায় রোজই চলছে সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা। সেনা-সিআরপিএফ-পুলিশের যৌথবাহিনী রোজই খতম করছে কুখ্যাত জঙ্গিদের। তবুও উপত্যাকায় নাশকতার চেষ্টা থেকে বিরত নেই জঙ্গি সংগঠনগুলি। সীমান্ত পেড়িয়ে ভূমির ওপর দিয়ে অনুপ্রবেশ করা এখন কার্যত বন্ধ। তাই ভূতলই ভরসা সীমান্ত পাড়ের সন্ত্রাসবাদীরা। শনিবারই জম্মুর পাক সীমান্তের খুব কাছেই ২০ মিটার দীর্ঘ এক সুরঙ্গের আবিষ্কার হল। বিএসএফ টহলদারি দলের নজরে আসে সুরঙ্গটি। সেনা ও বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, লাগাতার বৃষ্টির জন্যই ভূমি ধসের ফলে সুরঙ্গের মুখটি বেরিয়ে পড়েছে। মূলত ভূমি ধসের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েই এটি আবিষ্কার করে টহলদারি দলটি। সুড়ঙ্গের মুখে পাকিস্তানি সংস্থার নাম লেখা ৮-১০টি বালির বস্তা জড়ো করে রাখা ছিল। সেগুলির উপর করাচি এবং সাকারগড়ের ঠিকানা লেখা। শুক্রবার বিএসএফের টুইটার হ্যান্ডলে ওই সুড়ঙ্গ এবং বস্তার ছবি পোস্ট করে লেখা হয়, ‘জম্মুর সাম্বা জেলার বাসান্তর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে ২০ মিটার দীর্ঘ এবং ৩-৪ ফুট প্রশস্ত সুরঙ্গের খোঁজ পেয়েছে বিএসএফ’। জানা গিয়েছে পাক আন্তর্জাতিক সীমান্ত থেকে সুরঙ্গটি মাত্র ১৭০ মিটার দূরে। আপাতত মাটি ফেলে সুরঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড়ায় রয়েছে বিএসএফ জওয়ানরা। আশেপাশের এলাকায় আরও কোনও সুরঙ্গ রয়েছে কিনা জানতে চলছে তল্লাশি। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিএসএফের আইজি (জম্মু) এনএস জামওয়াল। গোয়েন্দাদের অনুমান, অনুপ্রবেশের জন্যই এই সুরঙ্গ ব্যবহার করা হতো।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post