
করোনার জেরে নিট ও জিইি পরীক্ষা পিছোনোর দাবি নিয়ে আলোচনার জন্য সোনিয়া গান্ধির ডাকা বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন দলের মুখ্যমন্ত্রীরা। এই দুটি পরীক্ষা পিছোনের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২ বার চিঠি পাঠিয়েছেন মমতা। তাঁরা একযোগে পরীক্ষা পিছোনোর জন্য কেন্দ্রকে চাপ দিতে চান। সময়ে পরীক্ষা নিয়ে অনড় কেন্দ্রও। এছাড়া, জিএসটি বাবদ ক্ষতিপূরণের টাকা আদায় নিয়েও আলোচনা হবে। করোনার জন্য রাজ্যগুলির রাজস্ব আদায় কমার বিষয়টি নিয়েও কথা হবে। জিএসটি কাউন্সিলের বৃহস্পতিবারের বৈঠকের আগে সম্মিলিত ভূমিকা নেওয়ার জন্য এই বৈঠক। বিরোধী মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের কাছে ক্ষতিপূরণ বাবদ ১৪ শতাংশ দাবি করবেন। ছাত্র ও মধ্যবিত্তের ইস্যু নিয়ে চাপ বাড়াতে চাইছে বিরোধী রাজ্য ও দলগুলি। মঙ্গলবারই সোনিয়া মমতা ছাড়াও উদ্ধব ঠাকরে, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেন। তবে এই বৈঠকে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থাকছেন না। থাকবেন কংগ্রেসের চার মুখ্যমন্ত্রীই।
Post a Comment
Thank You for your important feedback