ইলেকট্রিক বাল্বের আবিষ্কারক এক কৃষ্ণাঙ্গ?

ইতিহাস কথা বলে, আর ইতিহাস বলে বৈদ্যুতিক আলোর বাল্ব আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন। এখন তা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। আমেরিকায় ডেমোক্রাট প্রেসিডেন্ট প্রাথী জো বাইডেন বলেছেন, ভুল ইতিহাস শোখানো হচ্ছে। শ্বেতাঙ্গ এডিসন নন, ইলেকট্রিক বাল্বের আবিষ্কারক একজন কৃষ্ণাঙ্গ। তাঁর নাম লুই লাটিমার। বাইডেন বলেছেন, আমরা ইতিহাসের ক্লাসে ইতিহাস শেখাই না। বৈদুত্যিক বাল্ব আবিষ্কার করেছিলেন কালো মানুষ, এটা স্বীকার করি না আমরা।
লুই লাটিমার
বহু যুগ ধরে চলে আসা অবিচারের মুখোমুখি হতে হবে আমাদের। সঙ্গে সঙ্গে এসেছে নানা আপত্তি। নেটিজেনরা জানিয়েছেন, বাল্ব আবিষ্কার করেছিলেন এডিসনই। লুই লাটিমার আবিষ্কার করেছিলেন ফিলামেন্ট, যা বাল্বকে বেশিক্ষণ জ্বলে থাকতে সাহায্য করে। অনেকে লিখেছেন, বাইডেন বর্ণভেদকে উস্কানি দিচ্ছেন। ম্যাসাচুটেসের চেলসিতে জন্ম লুইয়ের। টেলিফোন আবিষ্কারেও তাঁর নাম রয়েছে। আবিষ্কার করেছিলেন কার্বন ফিলামেন্ট। বেশিক্ষণ লাইট জ্বলায় তা সাহায্য করেছে। বাল্ব হয়েছে সস্তা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post