আবারও ত্রাতার ভূমিকায় দেব। সাংসদ তথা অভিনেতা দেব যে মানুষের সাহায্য করতে কখনও পিছপা হননি বারবার তা প্রমান করেছেন। দিন কয়েক আগেই নিজের সাংসদ দফতরকে আইসোলেশন ক্যাম্পে পরিণত করেছেন তিনি। এবার এক থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়ালেন তিনি। মাসে দুবার রক্ত নিতে হয় দমদমের সৌভিক সাহাকে। পারিবারিক আর্থিক অনটনে রক্ত জোগাড় করতে পারছেন না শিশুটির বাড়ির লোকজন। তাই সাহায্য চেয়ে দেবের দারস্থ হন এক ব্যাক্তি। অসুস্থ শিশুটির পাশে তিনি ও তাঁর টিম সাধ্যমতো থাকবেন বলে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন দেব নিজে।
My team will cordinate..Wil surely try my level best ..prayers for him https://t.co/MlTrC537Ii— Dev (@idevadhikari) September 3, 2020

Post a Comment
Thank You for your important feedback