প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এস পি বালসুব্রহ্মণ্যম। বয়স হয়েছিল ৭৪ বছর। চেন্নাইয়ের হাসপাতালে শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে তাঁর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল। গত ২৪ ঘন্টায় তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়। গত ৫ আগস্ট তাঁর রিপোর্ট পজিটিভ আসে। ৮ই সেপ্টেম্বরে নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা সম্ভব হয়নি। ১৬টি ভাষায় চল্লিশ হাজারের বেশি গান গাওয়া ও ৬টি জাতীয় পুরস্কার পাওয়া এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় সকলে।
Post a Comment
Thank You for your important feedback