আদালতের স্থির করে দেওয়া তত্ত্বাবধায়ক কমিটির মধ্যস্থতায় ফের শান্তিনিকেতনে পৌষমেলার মাঠ ঘেরার কাজ শুরু করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার থেকেই কাজ শুরু করেছে ঠিকাদারি সংস্থা। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী। তবুও গোলমালের আশঙ্কা বিশ্বভারতী চত্বরে। মঙ্গলবারই বিশ্বভারতীর তরফে আজ এক প্রেস বিজ্ঞাপ্তি জারি করে বলা হয়েছে, ফের বিশ্বভারতীতে ধ্বংসলীলা চলতে পারে। ১৭ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে।
তাই জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে ১৪৪ ধারা জারি করার আর্জি জানানো হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার মেলার মাঠ ঘেরার জন্য ফের বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সেই কথা মাথায় রেখেই বিশ্বভারতী কর্তৃপক্ষ রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ করেছে ১৪৪ ধারা জারি করার।যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয়। বিশ্বভারতীর চিঠি পেয়েই এদিন সকাল থেকে মাঠে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। গোলমালের আশঙ্কায় আনা হয়েছে জলকামানও। এর মধ্যেই চলছে মেলার মাঠ ঘেরার কাজ। উল্লেখ্য, শান্তিনিকেতনের পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরার বিরোধিতা করে আন্দোলনে নেমেছে শান্তিনিকেতন পৌষমেলা মাঠ বাঁচাও কমিটি। মঙ্গলবারই তাঁরা শান্তিনিকেতন স্টেশন রোডে মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback