বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সম্প্রতি ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। ৬১ বছরের এই অভিনেতাকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালেও ভর্তি করা হয়। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন তিনি। তবে চিকিৎসার জন্য জন্য তাকে আমেরিকায় উড়ে যেতে হবে। তাঁর আগে সঞ্জয় সন্তানদের কাছে দুবাইতে উড়ে গেলেন স্ত্রী মান্যতাকে নিয়ে। সপ্তাহখানেক বা দিন দশের মধ্যেই ফিরে আসবেন আবার। দুবাইতে উড়ে যাওয়ার আগে বাড়ির বাইরে বেরোনোর পর চিত্রগ্রাহকদের লেন্সে ধরা দিলেন তিনি। উপেক্ষা না করে চিত্রগ্রাহকদের সামনে দাড়িয়ে তাদের মাস্ক পড়ার আবেদনও করলেন তিনি। করোনা অতিমারি পরিস্থতিতে মাস্ক যে মাস্ট সেটাই আবার মনে করিয়ে দিলেন তিনি। পরে সঞ্জয়ের স্ত্রী মান্যতা দুটি ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়। একটি ছবিতে দেখা যাচ্ছে বিমানের বিজনেস ক্লাসে সফর করছেন তারকা দম্পতি। অন্য ছবিতে দেখা যাচ্ছে একটি চায়ের কাপে সঞ্জয় দত্তের মুখের ছবি ছাপানো। এই বিশেষ কাপটি বিমান কর্তৃপক্ষ উপহার হিসেবে দিয়েছে বলেই জানিয়েছেন মান্যতা।

Post a Comment
Thank You for your important feedback