সংসদে জয়া বচ্চনের বক্তৃতার পর মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাড়িতে বাড়তি পুলিশ পাহারার ব্যবস্থা করল মহারাষ্ট্র সরকার। অমিতাভ-জয়ার বাড়ি জলসার সামনে বসেছে পিকেট। রাজ্যসভায় জয়া যারা মুম্বই ফিল্মজগতকে কলঙ্কিত করছে, তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন। তারপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। বিজেপি সাংসদ রবি কিষেণ সংসদে ফিল্মস্টারদের মাদক সেবন নিয়ে অভিযোগ তুলেছিলেন। উত্তরে জয়া রবি কিষেণের নাম না করে বলেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির একজন হয়ে এমন অভিযোগ তোলায় তিনি লজ্জিত। যারা এভাবে এভাবে বলিউডকে বদনাম করছে, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছিলেন।
Post a Comment
Thank You for your important feedback