বেপরোয়া গতির জের, ডিভাইডার ভেঙে খালে গিয়ে পড়ল ক্যাব

বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে খালে গিয়ে পড়ল ক্যাব। ঘটনায় মৃত্যু হয়েছে ওই ক্যাব চালকের। সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে ভিআইপি রোডে বাগুইহাটি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ভিআইপি রোডে লেকটাউনের দিক থেকে বাগুইহাটির দিকে আসছিল ক্যাবটি। প্রচণ্ড গতি থাকায় কেষ্টপুরের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। ফলে গাড়িটি ডিভাইডার ভেঙে সোজা গিয়ে পড়ে রাস্তার পাশের খালে। খবর পেয়ে বাগুইহাটি থানার পুলিশ যায় ঘটনাস্থলে।
কিন্তু গাড়িটি খালের জলে সম্পূর্ণ ডুবে থাকায় দ্রুত ওই ক্যাব চালককে উদ্ধার করতে পারেনি পুলিশ। পড়ে ব্রেকডাউন ভ্যান এনে খালের জল থেকে টেনে তোলা হয় ক্যাবটি। উদ্ধার হয় ক্যাব চালকের দেহ। পুলিশ জানিয়েছে ক্যাব চালকের নাম রতন দাস, বাড়ি দমদমের সুভাষনগরে। দেহটি উদ্ধার করে আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ওই ক্যাবে অন্য কোনও যাত্রী ছিলেন না বলে হতাহতের সংখ্যা বাড়েনি। এত ভোরে ক্যাবটি নিয়ে কোথায় যাচ্ছিলেন চালক সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post