মাস্ক মুখে শুরু হল সংসদের বাদল অধিবেশন

বিধিনিষেধের অভূতপূর্ব কড়াকড়ির মধ্যে সোমবার শুরু হল সংসদের বাদল অধিবেশন। অধিবেশন চলবে ১৮ দিন। এই প্রথম রাজ্যসভা ও লোকসভা বসছে আলাদা আলাদা সময়ে। প্রথম দিন ছাড়া রাজ্যসভা বসবে সকাল ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত। লোকসভা বসবে বিকেল তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত। এই প্রথমবার সাংসদদের মুখে থাকছে মাস্ক। দূরত্ব বজায় রাখতে আসনের মাঝে রাখা হয়েছে পলিকার্বোনেট শিটের দেওয়াল। থাকছে না প্রশ্নোত্তর পর্ব। সবমিলিয়ে সাতজন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থতার পথে আরও জনা ২৪ সাংসদ। মারা গিয়েছেন এক মন্ত্রী ও একাধিক বিধায়ক। ৭৮৫ জন সাংসদের মধ্যে প্রায় ২০০ জন ৬৫ বছরের বেশি। অধিবেশন শুরুর আগে সবাইকে করোনা পরীক্ষা দিতে হচ্ছে। একজন সাংসদ বিজেপির সুকান্ত মজুমদারের করোনা ধরা পড়েছে। জানা যাচ্ছে, অর্ধেক সাংসদই আসবেন না। করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া সবারই প্রবেশ নিষিদ্ধ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post