রাফাল উদ্বোধনের দিনেও খবর কঙ্গনা!

প্রসূন গুপ্ত

একদিকে উদ্বোধিত হচ্ছে ভারতের যুদ্ধ বিমান, অন্যদিকে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ভারতের বিদেশমন্ত্রীর। কিন্তু সাধারণ মানুষের নজরে এখন শুধুই “কঙ্গনা”। দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যেও খবরের শিরোনামে কঙ্গনা রানাউত। তিনি নতুন কী বললেন বা কী কাণ্ড ঘটালেন। কঙ্গনা আজ খবর এবং তিনি এটা সুকৌশলে সৃষ্টি করছেন প্রতিদিন। সুশান্তকে ‘শিখন্ডি’ করে তিনি আত্মপ্রচার করছেন বলেই ধারণা মহারাষ্ট্রের সরকারি দলের। শিবসেনা তাদের মুখপত্রে এমনই সংবাদ করেছে। কঙ্গনা কিন্তু ছাড়ার পাত্রী নন। বুধবার মুম্বাই ফিরে ফের আক্রমণ করেছেন শিবসেনা প্রধান তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে। তুই তোকারি ভাষাও প্রয়োগ করেছেন। ফলে ফের খবর।
ফলে প্রশ্ন উঠেছে, এই বুদ্ধি কি তাঁর নিজের নাকি বিজেপির একটা অংশ তাঁকে মদত দিচ্ছে? যদিও মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরানবিশ কঙ্গনার এই মন্তব্যের বিরোধিতা করেছেন। বিজেপির এই নেতা জানেন, মহারাষ্ট্র নিয়ে অ-মারাঠির এইসব মন্তব্য “আমচি মুম্বাইকার”রা ভালোভাবে নেবে না। কার্যত কঙ্গনা শিবসেনার সেন্টিমেন্টকেই আঘাত করে তাদেরই রাজনৈতিক সুবিধা করে দিচ্ছেন। কিন্তু বিশেষজ্ঞারা মনে করছেন কঙ্গনা মহাপ্রচারের স্বাদ পেয়ে গেছেন। আর এটাই বিজেপির লাভ কারণ সামনে বিহার নির্বাচন। সেখানে সুশান্ত সিং রাজপুতের বিশাল আবেগ প্রচার করার সেরা মুখ “কঙ্গনা রানাউত”।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post