দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল। রোজ বহু মানুষ আসেন সেখানে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় থেকে বহু রোগীর ভরসা এই হাসপাতাল। কিন্তু রোগ সারাতে এসে আরও অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা এখন রোগী থেকে রোগীর পরিবারের মধ্যে। জমা জল পেরিয়েই হাসপাতালে প্রবেশ করতে হয় রোগীদের। রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পড়তে হচ্ছে অসুবিধায়। তার ওপর জমা জলে ছড়াচ্ছে ডেঙ্গুর আশঙ্কা। শুধু জমা জল নয় হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় চোখ ফেললে দেখা যাবে, যেখানে সেখানে ডাঁই হয়ে পড়ে রয়েছে নোংরা -আবজর্না। দুর্গন্ধে টেঁকা দায়। রোগী ও তার পরিজনেরা বলেন, কোথাও একটু ভালো করে বসার জায়গা পর্যন্ত নেই। কিন্তু বারবার সুপারের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। আমরা এবিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম হাসপাতাল সুপারের সঙ্গে। কিন্তু তিনি নতুন আসায় এবিষয়ে সি এন এর প্রতিনিধির কাছে মুখ খুলতে চাননি।
Post a Comment
Thank You for your important feedback