দেশজোড়া প্রতিবাদের মধ্যেই কৃষি বিলে সই রাষ্ট্রপতির

বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই সংসদের দুই কক্ষে কৃষি বিল পাস করিয়ে নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এই বিল নিয়ে বিগত কয়েকদিন উত্তাল হয়েছিল সংসদ। রাজ্যসভায় কৃষি বিলের প্রতিবাদ করতে গিয়ে সাত দিনের সাসপেন্ড হতে হয়েছে দুই তৃণমূল সাংসদ সহ কয়েকজন বিরোধী সাংসদকে। এই নিয়ে বিরোধীরা অধিবেশন বয়কটও করে। এই সুযোগে তিনটি কৃষি বিল সহ বেশ কয়েকটি বিল পাস করিয়ে নেয় বিজেপি। কিন্তু কৃষি বিল নিয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছিল বিরোধীরা। তাঁরা একযোগে রাষ্ট্রপতির দারস্থ হন। রাষ্ট্রপতি যেন কৃষি বিলে সই না করেন সেই ছিল তাঁদের আবেদন। তবে বিরোধীদের সমস্ত আপত্তি উড়িয়ে অবশেষে কৃষি বিলে সই করে দিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রাষ্ট্রপতি তিনটি কৃষি বিলে স্বাক্ষর করায় বিলগুলি আইনে রুপান্তরিত হল। 


তিনটি বিল হল, কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন বিল, অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন বিল এবং কৃষিপণ্যের দামে সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন ও চুক্তি চাষ সংক্রান্ত বিল। বিতর্কিত কৃষি বিল আইনে পরিণত হলেও দেশজুড়ে প্রতিবাদের ঝড় থামার লক্ষণ নেই। ইতিমধ্যেই এনডিএ জোটের দীর্ঘসময়ের সাথী শিরোমনী আকালি দল এনডিএ ছেড়ে বেড়িয়ে আসে। তাঁরা পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে তুমুল বিক্ষোভ দেখায় সোমবার সকালেও। এদিন সকালে দিল্লির ইন্ডিয়া গেটের সামনেও একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাজধানী দিল্লির গুরুত্বপূর্ণ এই এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। কৃষি বিলের প্রতিবাদ করেই আচমকা একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় একদল লোক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। আগুনে পুড়ে যাওয়া ট্র্যাক্টরটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post