২৫ জন সাংসদের দেহে করোনাভাইরাস মিলেছে। তাঁদের ১৭ জন লোকসভার, ৯ জন রাজ্যসভার সদস্য। সোমবার শুরু হওয়া বাদল অধিবেশনের আগে সাংসদদের বাধ্যতামূলক করোনা পরীক্ষায় তাঁদের এই সংক্রমণ ধরা পড়েছে। লোকসভার সদস্যদের মধ্যে আক্রান্ত বিজেপির ১২ জন। ২ জন সাংসদ ওয়াই আর এসের। শিবসেনা, ডিএমকে ও আরএলপির সাংসদ একজন করে। ১৩ ১৪ সেপ্টেম্বর তাঁদের পরীক্ষা করা হয়েছিল। বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন। এর আগেই অমিত শাহ সহ অন্তত সাতজন কেন্দ্রীয় মন্ত্রী ও ২৫ জন সাংসদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। মারা গিয়েছেন এক সাংসদ ও একাধিক বিধায়ক। উল্লেখ্য, দেশের মোট ৭৮৫ জন সাংসদের মধ্যে প্রায় ২০০ জনের বয়স ৬৫ বছরের বেশি।
Post a Comment
Thank You for your important feedback