৬ রাজ্যের আর্জি খারিজ, JEE, NEET হবে সূচি মেনেই

JEE ও NEET পরীক্ষা পিছনোর দাবিতে ৬টি রাজ্যের দায়ের করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ শুক্রবার জানিয়েছে, পরীক্ষা যথাসময়ে যথা নিয়মেই হবে। করোনাভাইরাসের প্রকোপের জন্য পশ্চিমবঙ্গ সহ ৬টি বিরোধী রাজ্য সুপ্রিম কোর্টের কাছে সেপ্টেম্বরেই পরীক্ষা নেওয়ার ব্যাপারে তাদের ১৭ আগস্টের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। বিচারপতি অশোকভূষণ, বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি কৃষ্ণমুরারী তাঁদের চেম্বারে শুনানির পর জানিয়ে দেন, পরীক্ষা হবেই। ১ সেপ্টেম্বর থেকে মোট ৮ কোটি পরীক্ষার্থীর ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ১৩ সেপ্টেম্বর হবে NEET পরীক্ষা। বেঞ্চ কেন্দ্রীয় সরকারের নির্দেশকে সমর্থন করে বলেছে, পড়ুয়াদের একটি বছর নষ্ট হতে দেএয়া যায় না। বিরোধী রাজ্যগুলির বক্তব্য ছিল, ছাত্রদের জীবনের অধিকার ক্ষুন্ন হতে দেওয়া যায় না। তাছাড়া, পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের অসুবিধার কথাও ভাবা হয়নি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post