পাঁচমাস পর খুলল তারকেশ্বর মন্দির

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের ধর্মীয় স্থানগুলি। এরপর আনলক পর্বে একে একে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে খুলে দেওয়া হয় মন্দির-মসজিদ-গির্জা সহ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান। সেইমতো হুগলির শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরও খুলে দেওয়া হয়েছিল জুনের মাঝামাঝি। কিন্তু এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় একদিন পরই ফের মন্দির বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর শ্রাবণ মাসজুড়ে বন্ধই রাখা হয়েছিল তারকনাথের মন্দির। এবার করোনার প্রকোপ কিছুটা কমতেই ফের প্রবেশদ্বার খুলে গেল তারকেশ্বের। দীর্ঘ পাঁচমাস পর ঝাঁপ খুলল তারকেশ্বর মন্দিরের। শুক্রবার সকালে মন্দিরের প্রবেশদ্বার দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হল। তবে এখনই কেউ গর্ভগৃহে ঢুকতে পারবেন না। মন্দিরের তিনটি গেট ১৫ মিনিট অন্তর খোলা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত। সামাজিক দূরত্ব বজায় রাখতে মন্দির চত্বরে দাগ কেটে দেওয়া হয়েছে। বাইরে থেকে কোনও জল নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। শুধুমাত্র দুধপুকুরের জলই বাবা তারকনাথের মাথায় ঢালা যাবে। প্রায় পাঁচমাস পরে এদিন মন্দির খোলার পর খুশি তারকেশ্বরবাসী ও ব্যবসায়ীরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post