আইপিএলে ফিরতে পারি, জানালেন রায়না

আইপিএল থেকে হঠাৎই সরে আসার কারণ জানালেন সুরেশ রায়না। তিনি বুধবার জানান, নিতান্ত জরুরি পারিবারিক কারণেই তিনি আইপিএল ছেড়ে দুবাই থেকে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, তাঁর এক কাকা সম্প্রতি ডাকাতদের হাতে খুন হয়েছেন। পাঞ্জাবের পাঠানকোটে এই ঘটনা ঘটায় তাঁর বাড়ির লোকজন অত্যন্ত ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। পরিবারের পাশে দাঁড়াতেই তিনি ফিরে আসেন বলে দাবি করেছেন রায়না। এমনকি, ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হওয়ার আগেই তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দুবাই ফিরতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট মহেন্দ্র সিং ধোনির সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন সুরেশ রায়না। বুধবার তিনি তাঁর সঙ্গে টিমের কর্তৃপক্ষের কোনওরকম ঝামেলার কথা অস্বীকার করেছেন। টিমে ১৩ জনের করোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে তাঁর দেশে ফেরার কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, কেউই অকারণে সাড়ে বারো কোটি টাকার অফার ছেড়ে চলে আসে না। আরও তিন-চারবছর তিনি চেন্নাই সুপা কিংসের হয়েই খেলতে চান। চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথনও বলেছেন, তাঁর দল সবসময় খেলোয়াড়দের পাশেই থাকে। মনে করলে রায়না অবশ্যই ফিরে আসতে পারেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post